• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সনি হত্যা মামলার আসামি টগর অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। সংগৃহীত ছবি

২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আজিমপুর থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় টগরের কাছ থেকে ৩২ মিলিমিটারের একটি রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, একটি মিসফায়ার গুলি, শটগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২০ সালের ২০ আগস্ট বিশেষ বিবেচনায় টগর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর থেকেই তিনি অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন এবং সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে ঢাকায় সরবরাহ করতেন।

তিনি আরও জানান, মূলত অস্ত্র উদ্ধার অভিযানের সময় তার পরিচয় শনাক্ত করা হয়। পরে জানা যায়, তিনি সনি হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। উদ্ধার হওয়া মুখোশ ব্যবহার করে তিনি নিজের পরিচয় গোপন রাখতেন। এ বিষয়ে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
হত্যার পর করা হয় ২৬ টুকরো
হত্যার পর করা হয় ২৬ টুকরো
আ’লীগের কার্যালয় পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হবে: হাদি
আ’লীগের কার্যালয় পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হবে: হাদি