• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আদেশ আজ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার রাষ্ট্রপক্ষের সময় আবেদন বিবেচনা করে আদালত আজকের দিন ধার্য করেছেন। এর আগে ১১ সেপ্টেম্বর ফরমাল চার্জ গঠনের জন্য দিন ঠিক করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান আদালতে শুনানি করেন। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন এবং গ্রেফতার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষ থেকে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন শুনানি করেন।

মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামির জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তরিকুল ইসলাম ভূইয়া।

গত ২৬ জানুয়ারি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৯ জুলাই। বৈষম্যবিরোধী আন্দোলনের দিন আমির হোসেন জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশ গুলি চালাতে শুরু করে। তিনি নির্মাণাধীন একটি ভবনের চারতলায় আশ্রয় নেন, যেখানে পুলিশের একটি গুলির আঘাতে তার দুই পায়ে চোট লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

একই দিনে রামপুরায় আরও দুইজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম
কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম
রাজউকের সাবেক সদস্য খুরশীদ শেখ হাসিনার মামলায় আত্মসমর্পণ
রাজউকের সাবেক সদস্য খুরশীদ শেখ হাসিনার মামলায় আত্মসমর্পণ