• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী ফুটবল দলের অধিনায়ককে সাতক্ষীরায় সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে নিজ জেলা সাতক্ষীরায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন।

আরও উপস্থিত ছিলেন ডিজিএফআই উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা দেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রান্তি বলেন, “আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম।” তিনি বাংলাদেশের নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়ার স্বপ্নের কথাও তুলে ধরেন।

এ সময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকেও সংবর্ধনা দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হংকংয়ের বিপক্ষে বড় চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ: কাবরেরা
হংকংয়ের বিপক্ষে বড় চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ: কাবরেরা
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন