সিরাজগঞ্জে জাহাঙ্গীরে বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ


সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণ বিভিন্ন কাগজপত্র তুলে দেওয়ার নামে অধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ প্রসেস সার্ভেয়ার মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
তিনি চার মাস আগে সিরাজগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি প্রসেস সার্ভেয়ার হিসেবে চাকুরি করছেন।
জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষেরা তাদের জমির কাগজপত্র তুলতে আসেন সিরাজগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ অফিসে । আর কাগজপত্র তুলতে সরকারি ফি এর নিয়ম থাকলেও জাহাঙ্গীর আলম সরকারি ফি এর বাইরেও অধিক টাকার বিনিময়ে এসব কাগজপত্র তুলে দেয়। কাগজপত্র তুলে দেওয়ার আগেই ভুক্তভোগীদের সঙ্গে টাকার চুক্তি করেন জাহাঙ্গীর আলম। ভূমির এমন কোন কাজ নেই যে করে না। যেমন:- খাজনা-খারিজের কাগজ, জমির পুরানোর রেকর্ড জমির দলিল। এক কথা টাকা দিলে ভূমির সব কাজ সে করে দেয়।
নাম প্রকাশের অনিচ্ছুক এক ভুক্তভোগী জানায়, তার ১১টি খতিয়ান তোলার জন্য জাহাঙ্গীর আলমের সাথে ৪ হাজার টাকা চুক্তি হয়েছে। যা কাজের শুরুতেই দিতে হয়েছে। তবে সবগুলো খতিয়ান তুলে দিলে তাকে আরও কিছু বকশিস দিতে হবে। ইতোমধ্যেই কয়েকটি খতিয়ান তুলে দিয়েছে বাকিগুলো খুব তারাতাড়ি তুলে দিবে।
এক ভুক্তভোগী জানায়, জমি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য আসে জাহাঙ্গীর আলমের কাছে। প্রথম সাক্ষাৎকালে জাহাঙ্গীর আলম বলেন আপনাদের যে সকল কাগজপত্র আছে সেগুলো নিয়ে আসেন আর হাজার দুই টাকা নিয়ে আসেন। তারপর কাগজপত্র দেখে বলতে পারব কত টাকা খরচ হবে সব কগজপত্র তুলতে।
জাহাঙ্গীর আলম তাড়াশ থানার চকরছুল্লাহ গ্রামের জমসেদ আলীর ছেলে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সে ছিলো খুবই দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু চাকুরি পাবার পরই বদলাতে থাকে তার অবস্থা। এভাবেই অল্প দিনেই বনে গেছেন অধেল টাকার মালিক।
তার গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন, কয়েক বছর আগেও তারা মানুষের বাড়িতে কাজ করত। কিন্তু এখন কি এমন পাইলো যে প্রতি দুই চার মাস পর পর জমি কেনে। নিজের বাড়ি সাথে একটা মার্কেটও করেছেন। এক বছরে তিন বিঘা জমি কিনেছেন।
এ বিষয়গুলো নিয়ে সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কিছু বলতে পারবনা৷ কারন আমি এগুলো করি না।
সিরাজগঞ্জ জেলা এনডিসি ফজলে রাব্বি বলেন, অভিযোগের বিষয়ে সত্যতা প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ