• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

আশুগঞ্জ সার কারখানায় প্রতিমাসে ১৩৫ কোটি টাকার লোকসান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের কৃষি খাতের অন্যতম প্রধান অবলম্বন আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে প্রায় অচল অবস্থায় পড়ে আছে। ফলে সারা বছর বন্ধ থেকে ধ্বংসের মুখে পড়ছে শতকোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। প্রতিদিন ৪ কোটি টাকার এবং মাসে ১ কোটি ৪৫ কোটি  টাকার সার উৎপাদনে ব্যাহত হচ্চে  কোটি টাকা লোকসানে  পড়েছে কারখানাটি  , কৃষকদের প্রয়োজনীয় সার উৎপাদন বন্ধ থাকায় বিদেশ থেকে অতিরিক্ত ইউরিয়া আমদানি করছে সরকার। এতে যেমন বৈদেশিক মুদ্রার চাপ বাড়ছে, তেমনি কৃষি খাতে ভীরু প্রবাহের আশঙ্কাও দেখা দিয়েছে। একসময়ের লাভজনক কারখানা আজ মুখ থুবড়ে পড়েছে।

১৯৮৩ সালে ৫৩৬ একর জমির ওপর স্থাপিত হয় আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি। বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর থেকেই কারখানাটি দ্রুতই লাভজনক খাতে পরিণত হয়। প্রতিবছর গড়ে সোয়া চার লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু ২০১১ সালের পর থেকে গ্যাস সরবরাহে ধারাবাহিক সংকট শুরু হলে উৎপাদনে ভাটা পড়তে থাকে। একসময় যে কারখানা দেশের সারের চাহিদার বড় অংশ জোগান দিত, বর্তমানে সেটি উৎপাদন লক্ষ্যমাত্রা বনাম বাস্তবতা অনুসন্ধানে তথ্য বিশ্লেষণে দেখা যায়,

২০২০-২১ অর্থবছর: লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪০ হাজার টন, উৎপাদন হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৫ টন।

২০২২ সাল: লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮০ হাজার টন, উৎপাদন হয়েছে ৯৬ হাজার ৪৬ টন।

২০২৩ সাল: লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ টন, উৎপাদন হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৪২০ টন।

২০২৪ সাল: লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ টন, উৎপাদন হয়েছে মাত্র ৪৮ হাজার ৪৫৩ টন।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের সংকট এতটাই চরম আকার ধারণ করে যে পুরো বছর কারখানা সচল ছিল মাত্র ৪১ দিন।

চাকরি ও বেতন নিয়ে অনিশ্চয়তায় কর্মচারীরা

কারখানার কর্মকর্তা–কর্মচারী এখন চাকরি ও বেতন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা জানান, বছরের পর বছর উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ছে। অচল অবস্থায় থাকার কারণে যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা মেরামত করতে আবার বিপুল অর্থের প্রয়োজন হবে।

একজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্যাস নেই বলেই হাজার কোটি টাকার যন্ত্রপাতি অচল অবস্থায় পড়ে আছে। মার্চ মাস থেকে সার কারখানাটি বন্ধ রয়েছে। অথচ আমরা বসে বসে শুধু ক্ষয়ক্ষতি দেখছি।”

তিনি আরও বলেন, “দেশে যখন কৃষকরা সারের জন্য হাহাকার করছে, তখন আমাদের এই গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানটি অচল অবস্থায় পড়ে আছে। শুধু যন্ত্রপাতিই নয়, প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। অথচ এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ নেই। আমরা দিনশেষে চাকরির অনিশ্চয়তা আর পরিবার চালানোর চিন্তায় ভুগছি।”

আরেকজন কর্মচারী আক্ষেপ করে বলেন, “সরকার যদি দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত না করে, তবে এই কারখানা পুনরায় চালু করা কঠিন হয়ে যাবে। দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং কৃষক সমাজকে বাঁচাতে হলেও সার উৎপাদন জরুরি ভিত্তিতে শুরু করা প্রয়োজন।”

কারখানাটি বন্ধ থাকায় সরকারকে কৃষকদের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে চার লাখ মেট্রিক টনেরও বেশি ইউরিয়া সার আমদানি করতে হচ্ছে। এতে সরকারের ব্যয় বাড়ছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপরও বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

আশুগঞ্জ সার ফ্যাকটরির ডিজিএম তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, “গ্যাস সরবরাহের সংকটের কারণে বর্তমানে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুতই উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, “আমরা নিয়মিত মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। 

বিশেষজ্ঞদের মতে, আশুগঞ্জ সার কারখানা সচল না থাকলে কৃষি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। সার উৎপাদনের ঘাটতি পূরণে বিদেশ নির্ভরতা বাড়তে থাকলে কৃষি উৎপাদন খরচও বাড়বে। ফলে একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত