• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সরকারি তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে সাবেক বিচারপতি সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যসচিব একনারায়ণ আরিয়াল এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি মদদে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের অভাবের প্রতিবাদে নেপালে আন্দোলন চলছিল। তবে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করলে আন্দোলন সহিংস রূপ নেয়। পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অবশেষে চলমান সংকটে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ জন আহত হয়েছেন। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি রূপি ছাড়িয়েছে। সহিংসতা দমনে সেনাবাহিনী কারফিউ জারি করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

শুক্রবার থেকে রাজধানী কাঠমান্ডুতে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। দোকানপাট খুলেছে, সড়কে গাড়ি চলাচলও দেখা যাচ্ছে। তবে সেনা টহল এখনও চলছে এবং কিছু সড়কে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তার মাত্রা কমে এসেছে।

এদিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। রোববার (২৪ সেপ্টেম্বর) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।   

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস