• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

আগামী বছর ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ, ফাইনাল ৮ মার্চ

স্পোর্টস ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসরটি, যেখানে অংশ নেবে মোট ২০টি দল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।

ফাইনাল আয়োজন নিয়েও রয়েছে ভিন্ন পরিকল্পনা। এই বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের অন্তত পাঁচটি মাঠে এবং শ্রীলঙ্কার দু’টি মাঠে গড়াবে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ বসবে কলম্বোতে, অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদেই হবে শিরোপা নির্ধারণী লড়াই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে রাজি নয়। এ নিয়ে দুই দেশের মধ্যে যে তিন বছরের সমঝোতা আছে, সেটিও এই আয়োজনের ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

এই বিশ্বকাপে ইতোমধ্যেই ১৫টি দল  খেলা নিশ্চিত করেছে। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি রয়েছে এই তালিকায়।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইতালির নাম, যারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। বাকি পাঁচটি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে, যার মধ্যে আফ্রিকা অঞ্চল থেকে আসবে দুটি দল এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসবে তিনটি।

২০ দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে, প্রতিটিতে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল যাবে সুপার এইটে, যেখানে আবারও দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
শ্রীলঙ্কার কাছে হেরেও আশা হারাচ্ছেন না জাকের
শ্রীলঙ্কার কাছে হেরেও আশা হারাচ্ছেন না জাকের