• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে দেশ ত্যাগ করলেন

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জেন-জিদের বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ত্যাগ করেছেন। তার সহকারী প্রকাশ সিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন, জানিয়েছে রয়টার্স।

প্রধানমন্ত্রী অলি রাজধানী কাঠমান্ডুতে দুই দিনের সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বের) পদত্যাগ করেন। এই আন্দোলনে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। 

পদত্যাগের আগে অলি দেশের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তা চান। সূত্রের খবর, সেনাপ্রধান অলি কে পদত্যাগ করতে বলেছেন, যা হলে সেনা দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করতে প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করা হয়। এর প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু হলেও পরবর্তীতে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট সংলগ্ন এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং প্রশাসন কাঠমান্ডুতে কারফিউ জারি করে। আন্দোলনকারীরা এটিকে ‘জেন-জি রেভল্যুশন’ নামে অভিহিত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ
ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা