হাসিনা-স্টাইলে কি পদত্যাগ কেপি শর্মা অলির?


জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, যা তার সহকারী প্রকাশ সিলওয়াল নিশ্চিত করেছেন। পদত্যাগের আগে তিনি দেশের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং তার আহ্বানেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানাচ্ছে, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান। অলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলার পর দেশের ক্রমবর্ধমান পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন। জবাবে সিগদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করবে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। সেনা সূত্র জানিয়েছে, অলি পদত্যাগ করলে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী তার বাসভবন বলওয়াটার থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন এবং চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনাও করছেন। বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনসকে প্রস্তুত রাখা হয়েছে।
অলি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিরাপদে সরানোর জন্য সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করছে। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি থাকা অবস্থায় মন্ত্রীদের বৈশেপাটি এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টারে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিমানবন্দর এক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের আহ্বান জানাচ্ছে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে। তারা আতশবাজি, ড্রোন ওড়ানো এবং বিমানের দিকে লেজার লাইট ব্যবহার করার মতো কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা