• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা, আগুন

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ আরও উত্তাল রূপ নিয়েছে। বিক্ষুব্ধরা দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়েছে।

হিমালয়ান টাইমস জানায়, মঙ্গলবার কাঠমান্ডুর বোহারতার এলাকায় প্রেসিডেন্ট পাউডেলের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়েছে। বাসার ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে দেখা গেছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়।

একই দিনে ভক্তপুরের বালকোটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনেও আগুন ধরিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা থামেনি। এ ঘটনায় ভেতরের দু’টি বাড়িতে আগুন লেগেছে।

এর আগে সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তিনি বলেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারাদেশে বিক্ষোভ অব্যাহত ছিল। এই সময় একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা-ভাঙচুর হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও আক্রমণের শিকার হয়েছে। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ