টপ নিউজ
জন্মদিনের পার্টিতে ধর্ষণের শিকার তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.


ছবি: সংগৃহীত
কলকাতার হরিদেবপুরে শুক্রবার এক ২০ বছর বয়সী তরুণী জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়ে দুই বন্ধুর ধর্ষণের শিকার হয়েছেন। খবর এনডিটিভির।
পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ফ্ল্যাটে যান। অভিযুক্ত চন্দন মল্লিক ও দ্বীপ তাকে জন্মদিন উদযাপনের অজুহাতে ফ্ল্যাটে নিয়ে যান। খাবার খাওয়ার পর বাড়ি ফেরার চেষ্টা করলে তারা তাকে আটকে রেখে ধর্ষণ করে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ভুক্তভোগী ঘটনাটি পরিবারকে জানান। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, "পলাতক অভিযুক্তদের খুঁজে ধরার জন্য তল্লাশি চলছে।"
ভিওডি বাংলা/জা