• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতকানিয়ায় নুডলস আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একসঙ্গে বেশি নুডলস খাওয়াতে শ্বাসনালিতে আটকে ৭ মাস বয়সী ফাতেমা জান্নাতের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলারপাড়া এলাকায়। শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, ফাতেমাকে সাধারণত একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। তবে ওই সময় একসঙ্গে বেশি নুডলস খাওয়াতে তা শ্বাসনালিতে আটকে যায়। দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

দাদি শাহীন আক্তার বলেন, “নুডলস আটকে যাওয়ার পর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।” শিশুর জানাজা বৃহস্পতিবার সকাল ৮টায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের দিকে রাখা এবং পেট চেপে ধরে পিঠ চাপড়ানো জরুরি। ১০ মিনিটের মধ্যে খাবার বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ