ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী মামুন

                                            
                                    
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে তিনি জবানবন্দি দিচ্ছেন।
এর আগে, ১০ জুলাই নিজে স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চৌধুরী মামুন। তিনি বলেছেন, “জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম। সব সত্য উন্মোচন করব এবং এই গণহত্যার বিষয়ে যা কিছু জানি তা প্রকাশ করতে চাই।”
চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিদ আমজাদ জানিয়েছেন, আদালত তার আবেদন মঞ্জুর করেছেন এবং তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হবে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ আছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নিরস্ত্র জনতার ওপর নির্বিচারভাবে গুলি চালানো হয়, যার ফলে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন।
ভিওডি বাংলা/জা
                            
                        
                
                

                
