• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

স্পোর্টস ডেস্ক    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ঘিরে ঢামাঢোলে কিছুটা আড়ালেই পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে নির্বাচনের পরিবর্তে অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে।

এই আলোচনা নিয়ে ২৪ আগস্ট ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ প্রতিবাদ জানিয়েছিল। এরপর আচমকা নির্বাচনী মাঠে প্রবেশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যা নির্বাচনকে ঘিরে কিছু উত্তাপ সৃষ্টি করেছে।

এদিকে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শুরু হয়। সভায় আসন্ন নির্বাচনের বিষয়টি আলোচনা করা হয়। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে, আনুমানিক ৪ অক্টোবর, নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
৭ গোলের ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ
৭ গোলের ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ
টি-টোয়েন্টিতে সাকিবকে হটিয়ে সিংহাসনে মোস্তাফিজ
টি-টোয়েন্টিতে সাকিবকে হটিয়ে সিংহাসনে মোস্তাফিজ