‘অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?’ : দেবপ্রিয় ভট্টাচার্য


নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্তিমিত। তিনি প্রশ্ন তুলেছেন— “অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?”
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেবপ্রিয় বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে বড় ঝড় বয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী যে চেতনা অর্জিত হয়েছে, সেটি দেশের বড় সম্পদ। এই সম্পদকে ঝড় থেকে রক্ষা করতে হবে।”
তিনি আরও জানান, সংস্কার কমিটিগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল না। কারিগরি সমাধান দেওয়া গেলেও বাস্তবায়নে নাগরিক চাপ ও জবাবদিহিতা জরুরি।
আলোচনায় সিপিডির আরেক ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৯১ সালের সংস্কার প্রক্রিয়ার অনেক প্রস্তাব বাস্তবায়িত হয়নি। তাই এবারের চ্যালেঞ্জ হলো নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে সংস্কার এগিয়ে নেওয়া।
অর্থনীতিবিদ সেলিম রায়হান মনে করেন, সংস্কারবিরোধী শক্তি এখনও সরকার ও সমাজে সক্রিয়। রাজনৈতিক দলগুলো নিজেদের পরিবর্তনে কতটা অঙ্গীকারবদ্ধ, সেটিই মুখ্য প্রশ্ন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক তৌফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ