• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ

ঢাবি প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ০৫:০৩ পি.এম.
মিত্র চাকমা-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা কিছু গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামল মিডিয়াকে ব্যবহার করে স্বপক্ষে সমর্থন তৈরি করত, আর আজও কিছু গণমাধ্যম একই কাজ করছে।

শুক্রবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে সর্ব মিত্র লিখেন, ‘অল্প সময়েই মিডিয়া জগত আমার কাছে পরিচিত হয়ে গেছে। বুঝতে পারলাম, কিভাবে ফ্যাসিস্ট রেজিম স্বপক্ষে সমর্থন উৎপাদনের জন্য মিডিয়াকে ব্যবহার করত।’

তিনি একটি বামপন্থি গণমাধ্যমের সাক্ষাৎকারের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। সর্ব মিত্র বলেন, “সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে। আমার আপত্তি এখানে নয়। আমার আপত্তি হলো, তারা জানতে চায়নি আমি ঢাবির জন্য কী করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বপ্ন কী।”

সর্ব মিত্র আরও অভিযোগ করেন, গণমাধ্যমটি ইচ্ছাকৃতভাবে তাঁর মুখ থেকে বিতর্কিত মন্তব্য বের করার চেষ্টা করছিল। তিনি বলেন, “ইচ্ছে করলে বিতর্কিত করুন, আমি রাগান্বিত নই, সব সহ্য করছি হাসিমুখে।”

পোস্টের শেষে তিনি লিখেছেন, “হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, একদিন আপনারা ধ্বংসের স্বাদ আমার হাত ধরেই পাবেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ওপর হামলার নিন্দা জানালো চুয়েট প্রশাসন
পুলিশের ওপর হামলার নিন্দা জানালো চুয়েট প্রশাসন
প্রকৌশলীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু
প্রকৌশলীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা