• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে বহু এলাকা ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং লাখ লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে।

ভারত থেকে বাঁধের পানি ছাড়ার পর ভারী বর্ষণে নদীগুলো ফুলেফেঁপে উঠে চারপাশ প্লাবিত করে। এখন বন্যা দক্ষিণ পাঞ্জাবেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকার বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে আছে শিয়ালকোট, নারওয়াল, হাফিজাবাদ, সারগোদা, লাহোর, কাসুর, ওকারা, গুজরানওয়ালা ও ফয়সালাবাদ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জুনে বর্ষা শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে মোট ৮০২ জনের মৃত্যু হয়েছে, এর অর্ধেকই এই আগস্ট মাসে। শুধু পাঞ্জাবেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘ বলেছে, এ বছর বর্ষাকালে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি। 

সূত্র : দ্য ডন

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস