• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়া তৈরি করছে বিশ্বে প্রথম কার্যকর এইডস টিকা

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়া ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম (এইডস)-এর প্রতিরোধে প্রথম কার্যকর টিকা তৈরি করছে। সফল হলে এটি বিশ্বে এইডসের প্রথম কার্যকর টিকা হবে।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী গেলে দুই বছরের মধ্যে এটি বাজারে আসবে।

গামালিয়ার মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, টিকাটি সর্বাধুনিক এমআরএনএ (mRNA) প্রযুক্তিতে তৈরি হবে। এতে ভাইরাস সরাসরি ব্যবহার করা হয় না, বরং ভাইরাসের নির্দিষ্ট প্রোটিন বা জেনেটিক উপাদান人体ে প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হয়।

গুশচিন বলেন, “আমরা এমন অ্যান্টিজেন তৈরি করছি, যা মানবদেহে প্রবেশ করলে বিস্তৃত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। আশা করছি, দুই বছরের মধ্যে কার্যকর টিকা বাজারে আনতে পারব।”

এইডস মূলত হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) দ্বারা সংক্রমিত হয়ে দেখা দেয়। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ব্যক্তি সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৮ সালে বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা গেছেন। তবে ২০১০ সালের পর থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। ২০২৪ সালে বিশ্বে এইডসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ, যা ২০১০ সালের তুলনায় ৪০ শতাংশ কম।

গামালিয়া ন্যাশনাল সেন্টার আগেও করোনাভাইরাসের কার্যকর টিকা ‘স্পুটনিক-ভি’ তৈরি করেছিল, যার কার্যকারিতা ৯৭ শতাংশের বেশি। ৭০টিরও বেশি দেশে এটি ব্যবহার হয়েছে। এই অভিজ্ঞতার কারণে গবেষকরা নতুন এইডস টিকা নিয়েও আশাবাদী।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জম্মু-কাশ্মিরে ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভূমিধসে নিহত বেড়ে ৩১
গাজায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর