চার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্রদল নেতা রাজ কারাগারে


চার মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাজ। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন রাজ আদালতে হাজির হলে তার সমর্থকেরা চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। প্রথমে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার আরও তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন রাজ। আদালত এই মামলাগুলোতেও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এসময় তার সমর্থকেরা আবারও স্লোগান দেন।
রাজের আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, “চার মামলায় নয় বছরের সাজা হয়েছিল রাজের বিরুদ্ধে। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে এ সাজা দিয়েছে। আজ আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শিগগিরই এসব মামলায় উচ্চ আদালতে আপিল করব।”
ভিওডি বাংলা/ আরিফ