মিথিলার পিএইচডি অর্জন নিয়ে সৃজিতের অভিনন্দন


২০১৯ সালের ডিসেম্বরে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সংসার শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তবে এবার সেই গুঞ্জন শেষ করলেন সৃজিত মুখার্জি।
মিথিলা অভিনয়, পেশাগত দায়িত্ব, সংসার ও সন্তান পালন করার পাশাপাশি পড়াশোনায়ও দারুণ মনোযোগী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। এবার তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এর ফলে তাঁর নামের আগে ‘ডক্টর’ উপাধি যোগ হয়েছে।
এই নতুন অর্জন নিয়ে আনন্দ প্রকাশ করেছেন মিথিলার স্বামী, ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তিনি নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”
এর আগে, মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত এবং ভারতীয় গণমাধ্যমেও তার অভিনয়ের প্রশংসা করেছিলেন।
ভিওডি বাংলা/জা