• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৪৬ সামরিক-বেসামরিক যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন উভয়ই ১৪৬ জন করে সামরিক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া, ইউক্রেন ৮ জন বেসামরিক রুশ নাগরিককেও মুক্তি দিয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে মেডিকেল চেকআপ ও চিকিৎসা নিচ্ছেন এবং শিগগিরই রাশিয়ায় ফেরত পাঠানো হবে। ইউক্রেনে বন্দি থাকা বেসামরিক রুশ নাগরিকরা সবাই সীমান্তবর্তী ক্রুস্ক প্রদেশের বাসিন্দা। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মসকালকোভা মুক্তি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, “মুক্তিপ্রাপ্তদের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়; তারা কারাগারে মানসিক ও শারীরিক কষ্ট ভোগ করেছেন।” 

প্রসঙ্গত, তুরস্কের ইস্তাম্বুলে গত মে মাস থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ চলছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি। সংলাপ শুরুর এক মাসের মধ্যে, জুনে দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধে নিহত সেনা ও জীবিত যুদ্ধবন্দির বিনিময় হয়। এরপর জুলাইয়ে আরও ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় দুই দেশ। সর্বশেষ ১৯ আগস্ট রাশিয়া ১ হাজার ইউক্রেনি সেনার মরদেহ হস্তান্তর করে; বিনিময়ে ইউক্রেন ১৯ জন রুশ সেনার মরদেহ ফিরিয়ে দেয়।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন