• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ইক্সচিক’ চিকুনগুনিয়া টিকার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালনেভা জানিয়েছে, গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৩ সালে এফডিএ অনুমোদিত এই টিকা বয়স্কদের মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনার পর পুনঃপর্যালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ৭০-৮২ বছরের তিন জন রোগীর মধ্যে চারটি গুরুতর ঘটনা শনাক্ত হওয়ার পর লাইসেন্স স্থগিত করা হয়েছে।

ভ্যালনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবাচ বলেন, “আমরা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছি। বিশ্বব্যাপী চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ছে, তাই স্বাস্থ্যসুরক্ষার অংশ হিসেবে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অর্থনীতির দিক থেকেও ভ্যালনেভা বড় ধাক্কা পেয়েছে; প্যারিস স্টক এক্সচেঞ্জে শেয়ার দর ২৬% হ্রাস পায়। চলতি বছরের প্রথম ছয় মাসে টিকার বিক্রি হয়েছে প্রায় ৮.৮ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত ভাইরাস নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে। জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী মহামারির সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, ইউরোপে এ বছর ২৭টি প্রাদুর্ভাব রেকর্ড হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ও টিকা ব্যবস্থাপনায় বড় আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক দশক পর অবসর নিচ্ছেন ওয়ালমার্টের সিইও ডগ ম্যাকমিলন
এক দশক পর অবসর নিচ্ছেন ওয়ালমার্টের সিইও ডগ ম্যাকমিলন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭