• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

বান্দরবান প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রোবার (২৪ আগষ্ট) বিকালে সাড়ে ৫টার দিকে আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনা সামাজিক ভাবে জানাজানি হয় সোমবার ২৫ আগস্ট সন্ধ্যার দিকে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মো. ইমরান’কে আটক করেছে লামায় আজিজনগর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহাম্মদ বাসির ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, রবিবার ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে রবিবার বিকেল সাড়ে ৫ টার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। ঐদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কাউকে কিছু বলতে পারেনি। পরের-দিন সোমবার বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানা জানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় ইউপিসদস্য মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় ইউপিসদস্য মো. আবুল হাসেম জানান, ধর্ষণের বিষয়টি সোমবার সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি। আজিজনগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ বলেন, আসামী’কে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩১ দফা বাস্তবায়নের লক্ষ‍্যে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ
৩১ দফা বাস্তবায়নের লক্ষ‍্যে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ
রাজশাহী তানোরে কমছে ফসলি জমি, বাড়ছে লিজ ও ধানের দাম
রাজশাহী তানোরে কমছে ফসলি জমি, বাড়ছে লিজ ও ধানের দাম
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু