• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চীনা শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা খুলছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দরজা খোলা হবে। এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসন গত আট মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ওপর অভিবাসন সংক্রান্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করছিল।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমরা চীনের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, ৬ লাখ শিক্ষার্থী… কিন্তু আমরা চীনের সাথেই থাকব।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রে বিরল ভূ-চৌম্বকীয় পদার্থ রপ্তানি না করে, তবে দেশটির ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক মহলের মধ্যে। ‘মাগা’ শিবিরের নেতা লরা লুম সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমেরিকায় বেশি চীনা ও মুসলিম শিক্ষার্থীর আগমনের জন্য ভোট দিইনি। কমিউনিস্ট দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে মহান করবে না।”

কংগ্রেস সদস্য মারজোরি টেইলর গ্রিনও চীনা শিক্ষার্থীদের প্রবেশাধিকারকে সমালোচনা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি ফক্স নিউজকে বলেছেন, “চীনা শিক্ষার্থীদের অনুমতি না দিলে আমেরিকার ১৫ শতাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তিসঙ্গত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন।”

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
মিয়ানমারে বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা
মিয়ানমারে বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা