• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়ানো ম্যাচে, রেকর্ড ওলট-পালট অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ০৭:১৮ পি.এম.
হোয়াইটওয়াশ এড়ানো ম্যাচে, রেকর্ড ওলট-পালট অস্ট্রেলিয়ার। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে রবিবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

ট্র্যাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে অজিরা মাত্র ২ উইকেটে গড়ে ৪৩১ রানের পাহাড়, যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে কুপার কনোলির ঘূর্ণিতে দেড়শও পার হতে পারেনি প্রোটিয়ারা। ২৫তম ওভারের এক বল বাকি থাকতে ১৫৫ রানে অলআউট হয়ে ২৭৬ রানের বড় হারে মাঠ ছাড়ে তারা—যা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের হার।

২২ বছর বয়সী কনোলি গড়েছেন অনন্য রেকর্ড। ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তিনি হয়েছেন সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান বোলার, যিনি ওয়ানডেতে ফাইফার শিকার করলেন। পাশাপাশি ব্র্যাড হজের (৫/৩২) রেকর্ড ভেঙে স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার সেরা বোলিং ফিগারও এখন তার দখলে।

২২ রান দিয়ে ৫ উইকেট শিকার কুপার কনোলির

প্রোটিয়াদের ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন ডেভাল্ড ব্রেভিস। টনি ডি জর্জির (৩৩) সঙ্গে তিনি ৫৭ রানের জুটি গড়লেও শেষ ৬ উইকেট মাত্র ৪৮ রানে হারায় স্বাগতিকরা। জাভিয়ের বার্টলেট ও শন অ্যাবট নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন অজিরা। উদ্বোধনী জুটিতে আড়াইশ রানের পার্টনারশিপ গড়েন হেড ও মার্শ। ৮০ বলে সেঞ্চুরি করা হেড ১০৩ বলে ১৪২ রানে ফিরেন। তার পরপরই মার্শ আউট হন ১০৫ বলে ১০০ রান করে।

ট্র্যাভিস হেড ও মিশেল মার্শ দুজনেই সেঞ্চুরি পেয়েছেন।

শেষ দিকে ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি অপরাজিত থেকে দলকে নিয়ে যান রেকর্ড সংগ্রহে। ৪৭ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন গ্রিন—অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম। তিনি ৫৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। ক্যারি খেলেন ৩৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস।

ম্যাচসেরা হয়েছেন ট্র্যাভিস হেড। যদিও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সমান ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছিল অজিরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা
স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আবেগে আপ্লুত বুলবুল
স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আবেগে আপ্লুত বুলবুল
ভারতের অনুরোধ শোনার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত
ভারতের অনুরোধ শোনার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত