• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ের পর এবার বাবার সঙ্গে পর্দায় আইরা

বিনোদন ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান শোবিজ অঙ্গনে নিয়মিত উপস্থিত হতে চলেছে। এর আগে মা মিথিলার সঙ্গে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছিল আইরা। এবার সে আন্তর্জাতিক মানের একটি টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে বাবা তাহসানের সঙ্গে অভিনয় করেছে।

বিজ্ঞাপনটিতে আইরার অভিনয় দক্ষতা প্রশংসনীয়ভাবে ফুটে উঠেছে। দর্শকেরাও মন্তব্য করেছেন, একদিন আইরা বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে। মিথিলা জানান, প্রথমবারের কাজ হলেও তার জন্য বিষয়টি সহজ ছিল। তবে আইরার জন্য দীর্ঘ শুটিং নতুন অভিজ্ঞতা ছিল। তিনি বলেন, “আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।”

কলকাতার প্রসিদ্ধ নির্মাতা সৃজিত মুখার্জিও আইরার পর্দায় উপস্থিতি প্রশংসা করেছেন। তিনি জানান, কোনো ছবির গল্পে উপযুক্ত চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী : তিশা
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুকী : তিশা
রুনা খান আসছেন এবার সিনেমার নায়িকা হয়ে
রুনা খান আসছেন এবার সিনেমার নায়িকা হয়ে
ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের
ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের