ভারতের অনুরোধ শোনার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত


ভারত-পাকিস্তান ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ রাজনৈতিক কারণে ২০১৩ সালের পর থেকে অনুষ্ঠিত হয়নি। ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না ভারত। সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দিয়েছে। ভারত শুধুমাত্র বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ভারতের সঙ্গে আর কোনো অনুরোধভিত্তিক আলোচনা হবে না। বিগত কয়েক বছরে আইসিসি ও এসিসি টুর্নামেন্টে অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। কিন্তু নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো চুক্তি হয়নি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
নাকভি বলেন, “এখন থেকে ভারতের সঙ্গে আলোচনার বিষয়টি সমান অধিকারভিত্তিতে হবে। অনুরোধভিত্তিক সময় শেষ। ভবিষ্যতে যা হবে, তা পুরোপুরি সমতার ভিত্তিতে হবে।”
তিনি আরও যোগ করেন, দলের নির্বাচনে তার কোনো ভূমিকা নেই। পিসিবির নির্বাচক ও উপদেষ্টা প্যানেল যোগ্যতার ভিত্তিতে দল নির্বাচন করছে এবং তার ওপর পূর্ণ আস্থা রয়েছে।
ভিওডি বাংলা/জা