• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈঠকে বসেছেন তৌহিদ-ইসহাক, হতে পারে ৬ চুক্তি

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ১১:১২ এ.এম.
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার- ছবি সংগৃহীত

দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে চুক্তি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, বৈঠকে ব্যবসা-বিনিয়োগ, কৃষি, সংযুক্তি এবং দুই দেশের জনগণের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় এসেছে।

রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।

প্রসঙ্গত, দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ এক যুগ পর এ সফরে এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম দিন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সীমান্ত উত্তেজনা সৃষ্টি হওয়ায় সে সময় সফর স্থগিত করে ইসলামাবাদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু আজ
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু আজ
বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
সারাদেশে ভোটকেন্দ্রে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে
সারাদেশে ভোটকেন্দ্রে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে