টপ নিউজ
            
        ঢাকার কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
                                            
                                                নিজস্ব প্রতিবেদক 
                                            
                                              
                                            ২৩ আগস্ট ২০২৫, ০৯:১৭ এ.এম.
                                            
                                        
                                    
 
                                            
                                    ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে এলাকার ১০ তলা একটি ভবনের সাততলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কেরাণীগঞ্জ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৩টার দিকে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, ভবনের একটি এসির লাইন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভিওডি বাংলা
 
                             
                         
                 
                






