• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক ও লেখক

মেঘনা নদীতে পাওয়া গেছে বিভুরঞ্জন সরকারের মরদেহ : পুলিশ

ভিওডি বাংলা ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিকাল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা নদীতে মরদেহ পাওয়া গেছে।

দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায়। পরিবারের সদস্যরা জানান, এরপরই ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, ‘সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে তিনি একটি বাইকে উঠেছেন। এখন তদন্ত চলছে।’ বাইকটি পেলেই অনেক রহস্যভেদ হবে, বলছে পুলিশ।

এর আগে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবার নিখোঁজের তথ্য জানিয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে বলা হয়, গতকাল অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার মুঠোফোনটি বাসায় রেখে যান। রাত ৯টার মধ্যে বাসায় না ফিরলে আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি (বিভুরঞ্জন সরকার) অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।

তথ্যসূত্র: ভিউজ বাংলাদেশ

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল
৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই
৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই
তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি মাদারীপুর সাংবাদিক মহলের
তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি মাদারীপুর সাংবাদিক মহলের