• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুপুরে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ১১:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে অপরাজেয় বাংলার পাদদেশে জরুরি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে উল্লেখ্য, একদিন বাড়িয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। শেষ দিনেও ছাত্রদল চূড়ান্ত কোনো প্যানেল প্রকাশ না করায়, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠন ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন
দেশের প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন
বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এই সপ্তাহেই
বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এই সপ্তাহেই
ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নির্দেশনা
ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নির্দেশনা