• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৮ আগস্ট ২০২৫, ০১:০৮ পি.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এজন্য বাড়াতে হবে গবেষণা। ‌তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্ত আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। মাছের সম্ভাবনা প্রচুর, আবার দুর্ভাবনাও প্রচুর। প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু প্রকৃতির ওপর আমরা নির্মম, নির্দয়। আমরা প্রকৃতির ওপর এতটাই নির্দয় যে, এভাবে চললে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে।

তিনি বলেন, নদীতে সব ধরনের বর্জ্য ফেলে পানিও নষ্ট করছি আমরা। জলাশয় দূষণ ও ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার করছি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে টেকসই পদ্ধতি আবিষ্কার করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন
হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন
শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরে আটকাল পুলিশ
শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরে আটকাল পুলিশ
‘আমার লোক, তোমার লোক কালচার থেকে বের হতে হবে’
‘আমার লোক, তোমার লোক কালচার থেকে বের হতে হবে’