• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোয়াব পরিচালনা কমিটিতে থাকছেন নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৯ পি.এম.
বাংলাদেশ নারী দল- ছবি সংগৃহীত

ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর আগের কয়েকটি সভায় নারী ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে ওঠে সমালোচনা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ অভিযোগ তোলেন-নারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা ‘লিঙ্গ বৈষম্যের’ ইঙ্গিত বহন করে। 

এই প্রেক্ষাপটে, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ডিওএইচএস এলাকার একটি কফিশপে অনুষ্ঠিত হয় কোয়াব পুনর্গঠনসংক্রান্ত একটি রুদ্ধদ্বার বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালসহ প্রায় ৬০-৭০ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার। বৈঠকে অংশ নেন নারী ক্রিকেটাররাও, যার মধ্যে ছিলেন রুমানা আহমেদ ও সাবেক ক্রিকেটার জেসিয়া ইসলাম জেসি।

বৈঠকে মূলত আলোচনা হয়-নারী ক্রিকেটারদের সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত করার উপায় নিয়ে। সিদ্ধান্ত হয়, কোয়াবের পরিচালনা কমিটিতে নারীদের জন্য একটি নির্দিষ্ট পদ রাখা হবে। এতে একজন নারী ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হবে, যা সংগঠনে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া কোয়াবের আসন্ন নির্বাচনকে ঘিরে নির্ধারণ করা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা। আগামী ২১ আগস্টের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা নমিনেশন সংগ্রহ ও জমা দিতে পারবেন।

তবে নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে কিছু সমালোচনাও। নতুন নিয়ম অনুযায়ী, এবার শুধু জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং বর্তমান প্রথম শ্রেণির ক্রিকেটাররাই ভোটাধিকার পাবেন ও প্রার্থী হতে পারবেন। ফলে বাদ পড়ছেন সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার, ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম-দ্বিতীয় বিভাগে খেলা অনেক ক্রিকেটার। তারা ভোট দিতে পারবেন না, প্রার্থীও হতে পারবেন না।

তবে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা চাইলে কোয়াবের সদস্য হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিতকে নিয়ে ইরফানের খোলামেলা মন্তব্য
রোহিতকে নিয়ে ইরফানের খোলামেলা মন্তব্য
চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা দাবি বিসিবির
চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা দাবি বিসিবির
ঋতুপর্ণা-সাগরিকাদের পথেই হাঁটতে চায় অনূর্ধ্ব-১৭ নারী দল
ঋতুপর্ণা-সাগরিকাদের পথেই হাঁটতে চায় অনূর্ধ্ব-১৭ নারী দল