• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে খেলতে আসছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০৭:২২ পি.এম.
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবলপাগল ভারতীয় সমর্থকদের জন্য দারুণ এক সম্ভাবনার জন্ম দিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টের নতুন মৌসুমের ড্র। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর পড়েছে ভারতের এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে। সব কিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো ভারতীয় মাটিতে খেলতে দেখা যেতে পারে ফুটবলের এই বিশ্ব তারকাকে।

১৫ আগস্ট অনুষ্ঠিত গ্রুপপর্বের ড্র’তে সৌদি আরবের আল নাসরকে রাখা হয়েছে গ্রুপ ডি–তে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া ছাড়াও রয়েছে ইরাকের আল জওরাআ এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। এর মধ্যেই ভারতীয় ভক্তদের কল্পনায় উঁকি দিচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত—ভারতে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

তবে আনন্দে ভাসার আগে কিছু শর্তও মনে রাখা জরুরি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর বর্তমান চুক্তিতে অ্যাওয়ে ম্যাচ নিয়ে কিছু বিশেষ ধারা রয়েছে, যা তাকে বিদেশ সফরের ক্ষেত্রে ম্যাচে না খেললেও সুযোগ দেয়। তাই গোয়ার বিপক্ষে তার মাঠে নামা এখনো নিশ্চিত নয়।

৪০ বছর বয়সী রোনালদো এখনো সৌদি প্রো লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন—২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে যা হাতছাড়া হয়ে আসছে। সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। এর আগে জুনে পর্তুগালকে উয়েফা নেশনস লিগে শিরোপা জিতিয়েছেন, ফাইনালে হারিয়েছেন স্পেনকে।

এফসি গোয়া নিজেদের জায়গা পাকা করেছে ওমানের আল সায়েবকে ২-১ গোলে হারিয়ে, গোল করেছেন দেজান দ্রাজিচ ও জাভিয়ের সিভেরিও। যদি রোনালদো ফিট থাকেন ও ভ্রমণের অনুমতি দেন, তবে এই ম্যাচ হবে তার ক্যারিয়ারের প্রথম প্রতিযোগিতামূলক মুখোমুখি কোনো ভারতীয় ক্লাবের সঙ্গে।

ভারতের ফুটবল ইতিহাসে একই মৌসুমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি—শুনতেই রোমাঞ্চকর! তবে আপাতত, এফসি গোয়ার বিপক্ষে রোনালদোর মাঠে নামা কি সত্যি হবে, তা জানার জন্য অপেক্ষাই করতে হবে ভক্তদের।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আইপিএল রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ