বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার


বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতার ধারাবাহিকতায় চলতি মাসেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট তিনি বাংলাদেশে পা রাখবেন।
পাকিস্তানি দৈনিক দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তার আরও কিছু আনুষ্ঠানিক কর্মসূচি রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে তার সফরের কথা থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত হয়। তবে এবার সফরের বিষয়ে সরাসরি নিশ্চিত করেছেন ইসহাক দার নিজেই।
গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। বাণিজ্য, কূটনীতি ও সামরিক সহযোগিতায় এসেছে দৃশ্যমান অগ্রগতি।
উল্লেখযোগ্য অগ্রগতিগুলোর মধ্যে রয়েছে-পারস্পরিক ভিসামুক্ত প্রবেশে নীতিগত সম্মতি, সরকার-থেকে-সরকার চাল আমদানি, দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল, উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও ফোনালাপ।
সাম্প্রতিক এই সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা