• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০১:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজা, ফিলিস্তিন-ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৩ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই সামরিক অভিযানে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৩০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২১৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে অনেকেই মানবিক সাহায্য নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন। গত একদিনে এ ধরনের হামলায় ৩৫ জন নিহত এবং ৩০৪ জন আহত হয়েছেন। এ নিয়ে সাহায্য নিতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮ জনে এবং ২৭ মে থেকে আহত হয়েছেন ১২ হাজার ৮৯৪ জন।

এছাড়া, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১৭ জন, যাদের মধ্যে ১০০ জন শিশু।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় চলতে থাকা ইসরায়েলি অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহত হন।

যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল গত ১৯ জানুয়ারি, তবে তা টেকেনি। ১৮ মার্চ থেকে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান
২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প