• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

   ১১ আগস্ট ২০২৫, ০৬:১৮ পি.এম.
জেনেভা ক্যাম্পে সংঘর্ষের চিত্র। ছবি  : সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। গুলিবর্ষণ আর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ সময় শাহ আলম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য। সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।

জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে জেনেভা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
হত্যার পর করা হয় ২৬ টুকরো
হত্যার পর করা হয় ২৬ টুকরো
আ’লীগের কার্যালয় পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হবে: হাদি
আ’লীগের কার্যালয় পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হবে: হাদি