• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৬ প্রবাসী জুলাই যোদ্ধা এখনও কারাগারে বন্দি

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রবাসীদের অবদান ছিল উল্লেখযোগ্য। ওই সময় তারা ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল। মধ্যপ্রাচ্যের রাস্তায় প্রতিবাদ জানাতে গিয়ে অনেক প্রবাসী গ্রেপ্তার হন এবং অমানবিক নির্যাতনের শিকার হন।

সাধারণ ছাত্রজনতার তীব্র আন্দোলনের ফলে শাসন ক্ষমতা পতিত হয় এবং শেখ হাসিনাকে পালাতে হয়। তার এক বছর পরও সংযুক্ত আরব আমিরাতের কারাগারে ২৬ জন বাংলাদেশি প্রবাসী বন্দি রয়েছেন। ফিরে আসা প্রবাসীরা অভিযোগ করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বারবার যোগাযোগ করেও বন্দিদের মুক্তির জন্য যথাযথ উদ্যোগ নিচ্ছে না।

আন্দোলন চলাকালীন সময়ে যখন গুলিবর্ষণ ও গণহত্যা চালানো হচ্ছিল, তখন দেশপ্রেমের তাড়নায় ২০২৪ সালের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজপথে নামেন প্রবাসীরা। এরপর গ্রেপ্তার হয়ে তাদের জীবন বদলে যায়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ৫৭ জন প্রবাসী দেশে ফিরিয়ে আনা হয়। এর পর আরও কয়েক ধাপে ১৩২ জন মুক্তি পান। তবে এখনও ২৬ জন কারাভোগ করছেন এবং তাদের মামলা চলমান রয়েছে। প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও বন্দিদের ফেরাতে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

যারা সেই সময় ঝুঁকি নিয়ে আন্দোলনে নামেন, তাদের এখন স্বীকৃতি এবং সম্মানের অভাব রয়েছে। তারা আশা করছেন, অন্তর্বর্তী সরকার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের যথাযথ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সরকারের গাফিলতি স্পষ্ট।

প্রত্যাবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, প্রবাসীরা বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান এবং দেশের অর্থনীতির মেরুদণ্ড তারা। তাদের প্রতি সম্মান না দিয়ে রাষ্ট্র অন্যায় করছে।

২ আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জুলাই আন্দোলনে ভূমিকা রাখা প্রবাসীদের ‘জুলাই রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা সনদ’ প্রদান করলেও আর্থিক অনুদান বা সরাসরি সহায়তা এখনও প্রদান করা হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: রাষ্ট্রদূত মুশফিক
সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: রাষ্ট্রদূত মুশফিক