স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব


বিএনপির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে নবনির্বাচিত নেতারা ড্যাবের ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রোববার (১০ আগস্ট) নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (৯ আগস্ট) ড্যাবের নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় সবাইকে অশেষ ধন্যবাদ। সব ভোটার এবং যারা ভোটার না হয়েও আমাদের প্যানেলের জন্য দোয়া করেছেন, এই প্যানেলকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করেছেন, সেসব সহযোদ্ধাকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা সব চিকিৎসক একই পরিবারের সদস্য, আমরা পরস্পরের ভাই। নির্বাচন শেষ। এখন দলের জন্য, দেশের জন্য কাজ করার সময়। আমরা ড্যাবের সব নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ড্যাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে গণমুখী, বিজ্ঞানমনস্ক, গবেষণাধর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের কাঠামোর ৩১ দফার ২৬নং দফা অনুসারে, লন্ডনের এনএইচএসের আদলে স্বাস্থ্য খাতকে গড়ে তুলতে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করব।
বিবৃতি আরও বলা হয়, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা নির্বাচনে বিজয়ী হতে পেরেছি। এ বিজয় আপনার-আমার সবার। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভিওডি বাংলা/ এমপি