• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ইরানের হুমকিতে ট্রাম্পের ককেশাস করিডোর অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক    ১০ আগস্ট ২০২৫, ১০:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে প্রস্তাবিত ‘ককেশাস করিডোর’ বাস্তবায়ন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। করিডোরটি বাস্তবায়ন হলে এটি আজারবাইজানকে তার নাখিচেভান এক্সক্লেভ ও তুরস্কের সঙ্গে সরাসরি যুক্ত করবে। তবে এ উদ্যোগকে হুমকি হিসেবে দেখছে ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বলেছেন, ‌‘এই করিডোর ট্রাম্পের করিডোর হবে না; বরং তার ভাড়াটে সৈন্যদের জন্য কবরস্থানে পরিণত হবে।’

প্রস্তাবিত ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি’ (TRIPP) প্রকল্পের অধীনে করিডোরের উন্নয়নাধিকার যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। এর মাধ্যমে জ্বালানি ও অন্যান্য সম্পদ রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ইরান যদিও চুক্তিকে আঞ্চলিক শান্তির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে, তবু সীমান্তবর্তী অঞ্চলে বিদেশি হস্তক্ষেপকে সম্ভাব্য অস্থিরতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এই করিডোর থামানোর জন্য যথেষ্ট নাও হতে পারে।

এদিকে আর্মেনিয়ার ঐতিহ্যগত মিত্র রাশিয়া বলেছে, ‘সমাধান আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে হওয়া উচিত, যাতে পশ্চিমাদের ব্যর্থ মধ্যপ্রাচ্য মডেল এখানে পুনরাবৃত্তি না হয়।’

অন্যদিকে, আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক চুক্তিকে সমর্থন জানিয়েছে।

২০২৩ সালে নাগোর্নো-কারাবাখ আজারবাইজানের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আর্মেনিয়া-আজারবাইজান শান্তি আলোচনা নতুন গতি পায়। তবে আজারবাইজান বলেছে, আর্মেনিয়ার সংবিধান থেকে নাগোর্নো-কারাবাখের ভূখণ্ড দাবি সরানো না হলে শান্তিচুক্তি সম্ভব নয়।

প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এ বিষয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন, যদিও নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।

চ্যালেঞ্জ রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন, করিডোর নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি-যেমন: নিরাপত্তা ব্যবস্থা কার হাতে থাকবে? কাস্টমস ও চেকপয়েন্ট কীভাবে পরিচালিত হবে? আর্মেনিয়ার ভেতর দিয়ে আজারবাইজানি যাতায়াতের বৈধতা কীভাবে নিশ্চিত হবে?

এসব প্রশ্নের সমাধান না হলে করিডোর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জে পড়বে।

 সূত্র: রয়টার্স 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯১
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯১
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল