• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ০৩:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র সংঘর্ষে নিহত হয়েছেন দুই ভারতীয় সেনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুই সেনা সদস্য। শনিবার (৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই বন্দুকযুদ্ধে আহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ জনে। সংঘর্ষটি ঘটেছে জম্মু-কাশ্মীরের আখাল এলাকার ঘন বনাঞ্চলে, যেখানে ‘সন্ত্রাসীরা’ শক্ত অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে অন্যতম দীর্ঘ সংঘর্ষ।

ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দপ্তর থেকে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় বলা হয়েছে, “জাতির জন্য কর্তব্য পালনরত অবস্থায় প্রাণ হারানো সাহসী সেনা লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং এবং হরমিন্দর সিংয়ের আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে চিনার কর্পস। তাঁদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।”

এখনও অভিযান চলমান রয়েছে। লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে সেনাবাহিনীর শত শত সদস্য বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন, আক্রমণাত্মক হেলিকপ্টার এবং বিস্ফোরক। আখালের ঘন আলপাইন বনে সন্দেহভাজন এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক নিক্ষেপ করতে দেখা গেছে।

এনডিটিভি আরও জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষ বাহিনী ও প্যারা-ট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করছেন। এর আগে শুক্রবার, সন্ত্রাসীদের একটি বড় দল আখাল এলাকায় অবস্থান করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে, যা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই গোলাগুলির ঘটনায় এক স্থানীয় সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশের তথ্যমতে, সংঘর্ষ শুরুর সময় পাঁচজন সন্ত্রাসীর উপস্থিতি শনাক্ত করা হয়েছিল, যাদের মধ্যে অন্তত তিনজন বিদেশি এবং জঙ্গলে যুদ্ধ করার প্রশিক্ষণপ্রাপ্ত বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কাশ্মীরে খুব কম সংখ্যক স্থানীয় সন্ত্রাসী রয়েছে যারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার মতো প্রশিক্ষিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু