গামিনির সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে বিসিবি


দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করা শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বোর্ড। আজ শুক্রবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে দীর্ঘদিন ধরে চলা সমালোচনার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গামিনির পরিবর্তে বিসিবি ফেরাতে চাচ্ছে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। ২০২৩ সালের জুলাইয়ে তিনি প্রথমবার বিসিবিতে যোগ দেন। তবে মাত্র এক বছর পর, ২০২৪ সালের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রধান কিউরেটর হিসেবে যোগ দিতে বাংলাদেশ ছাড়েন।
বর্তমানে হেমিং পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, তাকে ফিরিয়ে আনার বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বিসিবি চায়, চুক্তিগত বিষয়গুলো দ্রুত সমন্বয় করে তাকে ঢাকায় নিয়ে আসা হোক।
যদিও গামিনির সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছিল, তবে পিচ ও অবকাঠামো নিয়ে বোর্ডের ভেতরে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। নিয়ম অনুযায়ী, বিসিবি তাকে তিন মাসের নোটিশ দেবে। এই নোটিশের মেয়াদ শেষ হলে, তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হবে।
ভিওডি বাংলা/জা