• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পের বিশ্বব্যাপী নতুন শুল্ক কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক    ৭ আগস্ট ২০২৫, ০৩:০৬ পি.এম.
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে যেসব শুল্ক আরোপ করেছেন, তা আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এতে তার নেতৃত্বে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে।

মধ্যরাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!’ - এই ঘোষণার মাধ্যমে তিনি নতুন শুল্ক কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সবশেষ আলোচনার পর, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে এনেছে। তবে পূর্বের গড় শুল্কহার ১৬.৫ শতাংশ থাকায়, এখন বাংলাদেশি পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে ৩৬.৫ শতাংশ।

এর আগে, ট্রাম্প প্রশাসন আমদানিকৃত পণ্যের একটি নতুন তালিকা তৈরি করে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে শুল্ক চুক্তির জন্য ৭ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে। ফলে অনেক দেশ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে তৎপর হয়ে উঠেছে, যাতে শুল্ক হ্রাস বা অব্যাহতি পাওয়া যায়।

বিশ্লেষকদের মতে, যেসব দেশের সঙ্গে চীনের ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ট্রাম্প মূলত সেসব দেশকেই লক্ষ্যবস্তু বানাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে লাওস ও মিয়ানমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ওপর নতুন করে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বিশ্বজুড়ে এই শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে এবং অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু