ত্রিদেশীয় সিরিজ
দক্ষিণ আফ্রিকাকে ১৪৭ রানে গুটালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯


ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। আজ গ্রুপপর্বে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ম্যাচটি ছিল ফাইনালের পূর্ব প্রস্তুতির মতো। সেই প্রস্তুতিতে বাজিমাত করল বাংলাদেশ, প্রোটিয়াদের গুটিয়ে দিল মাত্র ১৪৭ রানে।
হারারেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে যুবা টাইগাররা। মাত্র ৪৫ রানেই তুলে নেয় প্রোটিয়াদের ৫টি উইকেট।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন বান্দিলে এমবাথা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৯ বলে করেন ৩৯ রান। পল জেমসের ব্যাট থেকে আসে আরও ৩৩ রান। সব মিলিয়ে ৩৭.২ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় মাত্র ১৪৭ রানে।
বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার সঞ্জিত মজুমদার ছিলেন সবচেয়ে সফল বোলার, ৩৯ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। আল ফাহাদ ও সামিউন বশির নেন ২টি করে উইকেট।
ভিওডি বাংলা/জা