• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোদির ‍‘পাকিস্তানি বোন’-প্রতি বছর রাখি পরান যিনি

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাদশ বছরেরও বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ পদে আসীন। কট্টর হিন্দুত্ববাদ নিয়ে প্রায়ই সমালোচিত হয় তার দল বিজেপি। তবে অবাক করা বিষয় হলো, এই মোদিরই রয়েছেন এক ‘পাকিস্তানি বোন’!

তার নাম কোমার মহসিন শেখ। প্রতি বছর রাখি উৎসবে তিনি নিজ হাতে তৈরি রাখি মোদির হাতে পরিয়ে দেন। এ বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। তার বানানো রাখিতে লেখা থাকে ‘ওঁম’, পাশাপাশি থাকে ছোট্ট একটি গণেশের প্রতিকৃতি।

পাকিস্তানের করাচিতে জন্ম কোমারের। ১৯৮১ সালে বিয়ের সূত্রে ভারতে আসেন তিনি। বর্তমানে বাস করেন গুজরাটের আহমেদাবাদে। প্রায় ৩০ বছর ধরে মোদির হাতে রাখি পরিয়ে আসছেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মোদি যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদস্য ছিলেন, তখন থেকেই কোমার তাকে রাখি পরিয়ে আসছেন। মোদি পরে গুজরাটের মুখ্যমন্ত্রী হন এবং এরপর দেশের প্রধানমন্ত্রী হলেও, এই ‘ভাই-বোন’ সম্পর্ক অটুট থেকেছে।

কোমার জানান, গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমেই মোদির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। ভারতে পা রাখার দিনই বিমানবন্দরে ছিলেন মোদি। সেদিন স্বরূপ সিং কোমারকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ‘এ আমার মেয়ের মতো।’ তখন মোদি বলেছিলেন, ‘তাহলে তো ও আমার বোন।’ সেই থেকেই শুরু এই সম্পর্ক।

সংবাদ সংস্থা পিটিআই-কে কোমার বলেন, ‘প্রতি বছর আমি নিজ হাতে তৈরি রাখি নিয়ে যাই। মোদিজির হাতে বানানো রাখি দিতেই বেশি ভালো লাগে। কখনো দোকান থেকে কেনা কার্ড দেই না। কিছু লিখলেও সেটা নিজের হাতে গুজরাটিতে লিখে দেই। এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করি। ৪-৫টা রাখি তৈরি করি-যেটা সবচেয়ে ভালো লাগে, সেটাই তার হাতে পরাই। ইনশাআল্লাহ, এবারও ভাই যদি ডাকেন, আমি ওখানেই গিয়ে রাখি পরাবো।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
তুরস্কে ফের ভয়াবহ ভূমিকম্প
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু