• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৬ আগস্ট ২০২৫, ১২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–এর অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনে কিছু সময় অবস্থান করে। এরপর নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

জানা গেছে, সকাল ১০টার পর থেকে ঢাকা কলেজের প্রধান ফটকে প্রায় ১৮০-২০০ শিক্ষার্থী জমায়েত হন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ‘অধিভুক্ত সাত কলেজ’ নামে পরিচিত এই শিক্ষা কাঠামো শিক্ষার্থীদের জন্য এক ধরনের অবমাননাকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন, ‘অধিভুক্তি’ শব্দটি বৈষম্যমূলক এবং আত্মপরিচয়হীনতার প্রতীক।

ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‍‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির্টি গঠনের ঘোষণা দেওয়া হলেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। আমরা চাই দ্রুত অধ্যাদেশ জারি করে আমাদের নতুন পরিচয় নিশ্চিত করা হোক।’

আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর ফোকাল পারসন আব্দুর রহমান বলেন, ‘শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র শিক্ষার্থীরা মানব না। বহুদিন ধরেই আমরা স্বতন্ত্র পরিচয়ের দাবিতে আন্দোলন করে আসছি। এবার সেই লড়াইয়ের ফল ঘরে তোলার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘সরকার যখন অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের ওপর আর কোনো অনিশ্চয়তা চাপিয়ে দেওয়া যাবে না।’

শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেন, অধ্যাদেশ বাস্তবায়নের দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া সময়ক্ষেপণের কারণ হতে পারে। তাদের মতে, অধ্যাদেশটি পাঁচটি ধাপ পেরিয়ে গেজেট আকারে প্রকাশিত হবে- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খসড়া প্রস্তুত, আইন মন্ত্রণালয়ে পাঠানো, সংশোধন হয়ে আবার ইউজিসিতে ফিরে আসা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে পাঠানো, রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশ

তারা মনে করছেন, যদিও এখনো বড় কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখা যায়নি, তবুও প্রশাসনিক ধীরগতির কারণে অধ্যাদেশ বাস্তবায়নে বিলম্ব ঘটতে পারে। তাই যৌক্তিক সময়সীমার মধ্যেই অধ্যাদেশ প্রকাশের দাবিতে তারা রাজপথে নেমেছেন।

প্রেক্ষাপট:
চলতি বছরের ২৬ মার্চ, রাজধানীর সাতটি সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

এই সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ভিওবি বাংলা/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ