• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এ.এম.
ছবি: ফাইল

ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে আটজন শিশু এবং বেশ কয়েকজন অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে ৫৮ জন ছিলেন সহায়তার অপেক্ষায় থাকা মানুষ। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান।

গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, মে মাসে জিএইচএফ-এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। মানুষ খাবারের আশায় কেন্দ্রে যাচ্ছেন, আর পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত বা নিহত হচ্ছেন। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে এক সহায়তা কেন্দ্র থেকে আহতদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। তাদের অনেকেই মাথা, গলা ও বুকে গুলিবিদ্ধ।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জিএইচএফ-এর কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, সংস্থাটি পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত গাজায় খাদ্য সহায়তার আশায় থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,৫৬০ জন ফিলিস্তিনি।

এদিকে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, গাজায় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিচ্ছে।

৭৫ বছর বয়সী সালিম আসফুর জানান,  আমি কয়েক মাস ধরে শুধু রুটি আর পানি খেয়ে বেঁচে আছি। ওজন অর্ধেকে নেমে এসেছে। এখন আর চলাফেরা করতে পারি না। খাবারের জন্য ২০ কিলোমিটার দূরে রাফাহ পর্যন্ত হেঁটে যাওয়া আমার পক্ষে অসম্ভব। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও আটজন মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৮৮ জন, যার অর্ধেকের বেশি-৯৪ জন-শিশু।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০