নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিবি


এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। বাকি দু’টি ম্যাচ খেলানো হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট থেকে মিরপুরে, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর স্বল্প বিরতি শেষে দ্বিতীয় ধাপে ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আরেকটি ক্যাম্প, যেখানে চূড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড়রা অংশ নেবেন।
এশিয়া কাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা।
ভিওডি বাংলা/জা