• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা

নিজস্ব প্রতিবেদক    ৫ আগস্ট ২০২৫, ১২:৪২ পি.এম.
সাইকেল র‌্যালি-ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের পতন এবং গণভবনের ফতহের এক বছর পূর্তি উপলক্ষে আজ  মঙ্গলবার  (৫ আগস্ট)  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ‘ফতহে গণভবন সাইকেল র‌্যালি’। ২০২৪ সালের এই ঐতিহাসিক বিজয়ের স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয় এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি।

সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র‌্যালি শুরু হয়। এরপর র‌্যালিটি শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে গণভবনের সামনে গিয়ে পৌঁছায়। সেখান থেকে এটি পুনরায় যাত্রা শুরু করে আসাদগেট, ধানমন্ডি, সায়েন্সল্যাব, নীলক্ষেত হয়ে আবার টিএসসিতে এসে সমাপ্ত হয়। পুরো র‌্যালি জুড়ে ছিল সুশৃঙ্খল সাইকেল শোভাযাত্রা, উজ্জ্বল ব্যানার ও স্লোগানে মুখরিত জনপথ, যা গণতন্ত্র ও মুক্তির আহ্বানকে দৃঢ়ভাবে তুলে ধরে।

র‌্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, কর্মী ও নেতৃবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালির শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ বার্তাবাহী টি-শার্ট বিতরণ করা হয়, যাতে লেখা ছিল: “৩৬ শে জুলাই, আমরা থামব না”। সবার সাইকেলে ছিল বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা, যা বৈশ্বিক নির্যাতিত জাতিগুলোর প্রতি সংহতির প্রতীক হিসেবে প্রতীয়মান হয়।

সমাপ্তির পর টিএসসিতে অংশগ্রহণকারীদের জন্য প্রাতরাশের আয়োজন করা হয় এবং এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানে ছাত্রশিবির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‌‌‘এক বছর আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের আপামর জনগণ বিজয় অর্জন করেছিল। আজকের এই র‌্যালি সেই বিজয়ের চেতনা ও প্রতিজ্ঞাকে পুনর্জাগরণ করার এক প্রয়াস। ছাত্রসমাজই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মূল চালিকাশক্তি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘৫ আগস্ট বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতার দিন। এই দিনটিকে বিশেষভাবে উদ্‌যাপন করাই ছিল আমাদের মূল লক্ষ্য। তাই এই সাইকেল র‌্যালির আয়োজন। পাশাপাশি ৫, ৬ ও ৭ আগস্ট টিএসসিতে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা ঢাকাবাসীকে এসব আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, একটি নৈতিক, আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই র‌্যালি সেই দায়িত্ববোধেরই প্রতীক।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
ছাত্র সমাবেশ ও জনসভা: যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ
ছাত্র সমাবেশ ও জনসভা: যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ