পাওয়ার হিটিং কোচ আসছেন ৭ আগস্ট, বাংলাদেশের প্রস্তুতি কবে থেকে?


এশিয়া কাপ ২০২৫ আসন্ন। এবারের টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দু'টি ভেন্যুতে-দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে, যেটি তুলনামূলকভাবে ব্যাটসম্যানদের জন্য আরও সহায়ক ভেন্যু হিসেবে পরিচিত।
এই কারণেই শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। ব্যাটিং শক্তি বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার নিয়োগ দিয়েছে বিশেষ এক কোচ-পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
ইংল্যান্ডের এই কোচ আগামী ৭ আগস্ট বাংলাদেশে এসে যোগ দেবেন। যদিও তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি, তবে আইপিএলে ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির হয়েও কাজ করেছেন তিনি।
বিশেষ করে লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমদের মতো মারমুখী ব্যাটারদের আরও উন্নত হিটিং টেকনিক শেখাতেই তার আগমন। বিসিবির প্রত্যাশা-চার-ছক্কার ফুলঝুরি ছুটবে এশিয়া কাপে।
এশিয়া কাপের আগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। যদিও এই সিরিজের নির্দিষ্ট সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে তারই প্রস্তুতি শুরু হচ্ছে খুব শিগগির।
বাংলাদেশ দলের কোচিং স্টাফ বর্তমানে ছুটিতে রয়েছেন। প্রধান কোচ ফিল সিমন্সসহ বাকিরা ১০ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন। ট্রেনার ফিরছেন ৫ আগস্ট (মঙ্গলবার), পরদিন ঢাকায় শুরু হবে ফিটনেস ক্যাম্প।
এরপর ১২ অথবা ১৩ আগস্ট থেকে সিলেটে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজের মূল প্রস্তুতি।
ভিওডি বাংলা/জা